নারী
.............আলী আহমদ চৌধুরী
নারী তুমি কে ?তুমি তো মা,
সুখ দু:খের ভাগিনি, অর্ধাঙ্গিনী।
তুমি নজরুলের অগ্নিবীণা, রবীন্দ্রনাথের বিলাসী
হৈমন্তী আর হুমায়ুনের দেবী।
হতাশ যুবকের পাশে তুমি স্নিগ্ধ কোমলিনি ।
তুমি জয়িতা, ললিতা
আর রোকেয়ার অবরোধবাসিনী।
তুমি পরামিতা, তুমি মোহিনী
মানবের হৃদয়ের অপূর্ব ধরণী।
তুমি বীরাঙ্গনা, কবির কবিতা
মুক্ত বিহঙ্গ, তুমি অপরাজিতা।
তুমি পদ্ম, ফুটন্ত গোলাপ নিশিতের হাসনাহেনা
নদীর কলকল, শিশির বিন্দু, চাদের জোছনা।
কোন কালে তুমি বিনা হয়নি কো মানবের জয়
দিয়েছো সাহস, প্রেরণা,করেছ শক্তি সঞ্চয়।
No comments:
Post a Comment
Thank you for your comment......
Note: only a member of this blog may post a comment.